
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণের মামলায় এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ১৬টি মামলা রয়েছে।
বুলবুল হোসেন (৪৪) নামে ওই ব্যক্তিকে শনিবার রাতে নগরীর হালিশহর থানার রমনা উচ্চ ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন জানিয়েছেন।
বুলবুল পটিয়া উপজেলা যুবলীগের একজন ক্যাডার হিসেবে পরিচিত। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তিনি অন্যতম আসামি।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ৪ আগস্ট চট্টগ্রাম শহরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এ সময় গুলিতে রাইয়ান নামে এক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
পরে এ ঘটনায় আহত রাইয়ান বাদী হয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৭৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। বুলবুল ওই মামলার ১৫২তম আসামি।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”
এদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, বুলবুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি ফৌজদারি মামলা রয়েছে।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পটিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”