মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় জমি দখলের চেষ্টা: হুমকির মুখে শিক্ষকের পরিবার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৫ | ৬:২৯ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় জমি দখল এবং প্রাণনাশের হুমকির মুখে এক স্কুল শিক্ষকের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিকার চেয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার পশ্চিম ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার কেনা জমিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে, ভাঙচুর চালাচ্ছে এবং মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে।

মমতাজ বেগম জানান, ২০১১ সালে তিনি ও তার ভাই সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ৪ শতক জমি কেনেন। সেখানে ঘর নির্মাণ শুরু করলে স্থানীয় মো. জসিম উদ্দিন, মো. জামাল হোসেন, মো. সালাউদ্দিন শাহেদ ও মো. আবুল কাশেম বাধা দিতে শুরু করেন।

তার অভিযোগ, “গত ৫ অগাস্ট রাতে অভিযুক্তরা সহযোগীদের নিয়ে আমাদের জমিতে ভাঙচুর চালায় এবং আমার মাকে মারধর করে। এ ঘটনায় আমি সাতকানিয়া আদালতে দুটি মামলা দায়ের করি, যা এখন তদন্তাধীন।”

মামলা করার পর হুমকি আরও বেড়েছে জানিয়ে এই শিক্ষক বলেন, “মামলা তুলে না নেওয়ায় গত ৩১ অগাস্ট রাতে তারা আবার জমিতে ঢুকে সাতটি পিলার ভেঙে এবং রড কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে। এখন মামলা প্রত্যাহার না করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

তিনি আরও বলেন, “থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. জসিম উদ্দিন সব ঘটনা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।