মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাউজানে ৬ হাজার শিক্ষার্থীকে কোটি টাকার শিক্ষাবৃত্তি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৪০ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে ছয় হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এক বছরের পড়ালেখার খরচ বাবদ কোটি টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন।

সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

প্রবাসী ব্যবসায়ী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।

ফাউন্ডেশনের পরিচালক ও জসিম উদ্দিনের বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার ওসি মো. মনিরুল ইসলাম ভুঁইয়া এবং জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৩৫টি মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফিসহ অন্যান্য শিক্ষা খরচ বহন করা হবে।

এছাড়া, জসিম উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের আওতায় এইচএসসি ও আলিম পরীক্ষায় উপজেলার সেরা তিন কৃতী শিক্ষার্থীকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হবে। একইভাবে এসএসসি ও দাখিল পরীক্ষায় সেরা তিনজনকে যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও ১ লাখ টাকার এককালীন বৃত্তি দেওয়া হবে।