মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হাটহাজারীতে গাছ থেকে ডেকোরেশন কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘আত্মহত্যা’র ধারণা পুলিশের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২:৩১ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ রিয়াদ (১৯) নামে এক ডেকোরেশন কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের একটি পুকুরপাড়ের কড়ই গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ ওই ইউনিয়নের পশ্চিম মেখল এলাকার কালামিয়া সওদাগর বাড়ির মো. আবদুর রহিম মানিক ও রেহেনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পেছনের পুকুরপাড়ের গাছে রিয়াদের লাশ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এসআই মো. আরিফ জানান, স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রিয়াদের মানসিক কিছু সমস্যা ছিল এবং তিনি মাদকাসক্ত ছিলেন। তবে এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।