মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় আশ্রম নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় একটি আশ্রম পরিচালনা কমিটিকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচার ও বেনামি চিঠি পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ভূর্ষি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি “কুচক্রী মহল” আশ্রম পরিচালনা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে এবং গ্রামে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে বেনামি চিঠি পাঠানোসহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, এর মাধ্যমে আশ্রমের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে এবং গ্রামীণ সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ দাশ, পিযুষ দাশ, সন্তোষ চক্রবর্ত্তী, অরুন দাশ, প্রভাষ দাশ, মেরি দাশ, ভানু দাশ এবং প্রিয়া দাশ।