মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের স্থান হবে না: এস এম ফজলুল হক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ | ৮:০১ অপরাহ্ন


বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও দুর্বৃত্তদের স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম ফজলুল হক বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় শাসনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতা এবং তারেক রহমানের গণতান্ত্রিক সংগ্রামের কারণে বিএনপি এ দেশের জনগণের কাছে প্রত্যাশিত দল হিসেবে সমাদৃত। এই দলে চাঁদাবাজ, দখলবাজ দুবৃত্তদের স্থান হবে না।”

উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় হাটহাজারী উত্তর অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, অধ্যাপক শহীদুল্লাহ বাবুল, মাওলানা মীর কাশেম, নুরুন্নবী তালুকদার, আলহাজ্ব জাকের হোসেন, মো. খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, শফিউজ্জামান, মাওলানা নুরুল আবছার আনছারী, সাফায়েতুল ইসলাম সাবাল, এম গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী, আবদুল রশীদ মেম্বার, জাহাঙ্গীর মুনসী, মো. ওবায়দুল হক, মহিউদ্দিন মুন্না এবং শহিদুল্লাহ লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আলমগীর মেম্বার, সুলতান চৌধুরী, এমদাদুল হক মাজু, জাহাঙ্গীর মেম্বার, জাফর আলম, সেলিম হাসান, শাহজাহান গাজী, মো. ইয়াছিন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, ছাত্রনেতা সাগর, মজিবুল হক বাবুল, হাজী হারুন ডিলার, এয়ার মো. বাচা, আবদুচ ছালাম, ইউনুছ খোন্দকার, মো. হাসান, রহিম বাদশা, সাইফুল তালুকদার, কে এম হেলাল এবং রহমত উল্লাহ চৌধুরী।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।