মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘আর করব না, ভুল হয়েছে’, অস্ত্রসহ জনতার হাতে আটক ব্যক্তির আকুতি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় নুর মিয়া (৩৫) নামে এক ব্যক্তি অস্ত্রসহ আটক হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

শনিবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে।

স্থানীয়রা জানান, বিকেলে নুর মিয়াসহ কয়েকজন ব্যক্তি এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ঘিরে ফেলে ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। ৩-৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও নুর মিয়া একটি দেশীয় অস্ত্রসহ জনতার হাতে ধরা পড়েন।

আটক নুর মিয়া ওই এলাকার দুর্লভ তালুকদার বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

ঘটনার পর আটক নুর মিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, “আয় আর গইত্তাম ন, বদ্দা ভুল অইয়্যি” (আর করব না, ভাই ভুল হয়ে গেছে)। এ সময় তিনি তার সঙ্গে সোলাইমান, নাছির, কাজল ও হাসান নামে আরও কয়েকজন জড়িত ছিল বলেও জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অস্ত্রসহ আটক নুর মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অস্ত্রটি আসলে তার কাছ থেকে পাওয়া গেছে কিনা, সে বিষয়ে সন্দেহ থাকায় তদন্ত করে দেখা হচ্ছে।”