
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান জানান, কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালককে লোহাগাড়ার মা-মনি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি বলেন, “এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”