
চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে নুরুল কবির (৩৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই বাদী হয়ে প্রতিবেশী পরিবারের সাত সদস্যের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, “এওচিয়া ইউনিয়নের দেউদিঘী ছড়ারকুল এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নুরুল কবিরের পরিবারের সঙ্গে প্রতিবেশী পরিবারটির ঝগড়া হয়। এসময় প্রতিবেশীরা তাকে কুপিয়ে জখম করে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
স্থানীয়রা জানান, দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে প্রতিবেশী পরিবারটি সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে নুরুল কবির ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। গুরুতর আহত নুরুল কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে তার মৃত্যু হয়।