মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিলে আইনি ব্যবস্থা : লোহাগাড়ার ইউএনও

লোহাগাড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়, দেওয়া হলো হুঁশিয়ারি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪৫ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সরকারি নিয়ম-নীতি মেনে এবং সেবার গুণগত মান নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা এবং রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার চাপ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “উপজেলার প্রত্যেক প্রাইভেট হাসপাতালের জরুরি সেবা বিভাগকে উন্নত করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা নির্ভুলভাবে করার ব্যবস্থা করতে হবে। কোনো রোগীকে অপ্রয়োজনীয় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার চাপ দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না।”

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “লোহাগাড়ায় লাইসেন্স ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের বিভিন্ন অভিযোগের সমাধানও তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

ডা. নুসরাত জাহানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডা. আখতার আহমদ, সেক্রেটারি মাহমুদুর রহমান, যুগ্ম-সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।