
চুরির ঘটনার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় র্যাব ও পুলিশের একটি দল চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে মো. সোলাইমান (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার সোলাইমান হাটহাজারী পৌরসভার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
হাটহাজারী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
গত ২১ অগাস্ট হাটহাজারী পৌরসভার রঙ্গিপাড়া এলাকায় নেওয়াজ নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে সোলাইমান ও তার সহযোগীরা। পুলিশ জানায়, এলাকায় কয়েকটি চুরির ঘটনায় নেওয়াজ প্রতিবাদ করলে এবং একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ভূমিকা রাখলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়। এর জেরেই ওই হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত নেওয়াজের ভাই আহমদ শরীফ বাদী হয়ে সোলাইমানসহ ১০ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।
আহমদ শরীফ জানান, তার ভাই বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।