মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পিন্টু হত্যা: ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠাল আদালত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের একজন মহানগর হাকিম এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে সেভেন দেলু, মো. আলম, মো. মহিউদ্দিন ওরফে গোলাপ, মো. হাসান ওরফে কিরিচ হাসান, মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলাম।

বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাত আসামির প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. আলমগীর হোসেন আসামি দেলোয়ারকে তিন দিন, আলম, হাসান ও মহিউদ্দিনকে দুই দিন করে এবং বাপ্পি, শাহীন ও কামরুলকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ আগস্ট বায়েজিদের হিলভিউ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির পিন্টুকে কয়েকজন সন্ত্রাসী ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিন্টুর স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।