
এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে নৌ পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সংলগ্ন নদী থেকে জালগুলো জব্দ করার পর বিকালে সেগুলো ধ্বংস করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নৌ পুলিশ সুপারের নির্দেশনায় হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নদীর মোহনা থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় নৌ পুলিশের হালদা অস্থায়ী ক্যাম্প সংলগ্ন নদীর পাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, “নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় অন্যদের মধ্যে নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক উপস্থিত ছিলেন।