
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ফোনে টাকা দাবির একটি চক্র সক্রিয় হয়েছে জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে পুলিশ।
বুধবার রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এ বিষয়ে একটি সতর্কবার্তা দেন।
তিনি বলেন, সম্প্রতি উপজেলার মরিয়ম নগর, কোদালা ও সরফভাটা এলাকার কয়েকজন ব্যক্তির কাছে ভুয়া পরিচয়ে ফোন করে টাকা দাবি করার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
ওসি শিফাতুল মাজদার বলেন, “বিষয়টি জানার পর ওই ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করলে সেগুলো নিষ্ক্রিয় পাওয়া গেছে। উপজেলায় কারো কাছে এ ধরনের ফোন এলে তারা যেন সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করেন।”
তিনি আরও বলেন, “যে বা যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”