
চট্টগ্রামের পটিয়ায় দেড় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন জানান, শনিবার দুপুরে উপজেলার জলুয়ার দিঘীরপাড় ও গৈড়লার টেক এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
ওসি জসীম উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে জলুয়ার দিঘীরপাড় এলাকায় চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আবদুল কাদের (৪২) মারা যান। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।”
এর আগে দুপুর পৌনে ১টার দিকে গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হন। তিনি রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।