
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর নয়ন আচার্য (৩০) নামে এক সেলসম্যানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার রোয়াজারহাট-রানীরহাট ডিসি সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
নিহত নয়ন আচার্য উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা মৃত ননী গোপাল আচার্যের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, নয়ন আচার্য সোমবার রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থল থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ সময় পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, নয়ন দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।”