মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গ্রাহকের বিলের টাকা আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তার ৫ বছরের জেল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫:১৩ অপরাহ্ন


গ্রাহকের গ্যাস ও পানির বিলের প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার দুপুরে এ রায় দেন।

দণ্ডিত তাজকেরাতুন নেছা চট্টগ্রাম নগরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) হালিশহর শাখার সাবেক কর্মকর্তা। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ জানান, অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাজকেরাতুন নেছাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ব্যাংকে কর্মরত থাকাকালীন তাজকেরাতুন নেছা গ্রাহকদের দেওয়া গ্যাস ও পানির বিল সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে ৩ লাখ ১২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা তিনি ফেরত দেননি।

এ ঘটনায় ২০২২ সালের নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে বিচার শুরু হয়।