
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানে অংশ নেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করা ইউএনও মো. কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু পাঠ্যবই নয়, জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”
পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মানও ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ জানান, ইউএনওর সরাসরি ক্লাসে অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য একটি নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীরাও জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পাওয়া তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল।