মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দুর্গাপূজার নিরাপত্তা: রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে পূজা পরিষদের মতবিনিময়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪৮ অপরাহ্ন


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ চৌধুরী ও সদস্য সচিব লিটন দাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন।

সভায় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সিনিয়র আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশ, রণি দে, সাজু দাশ এবং সদস্য সমীর চক্রবর্তী সাগর।

সভায় উপস্থিত থাকা পূজা উদযাপন পরিষদের নেতারা হলেন অরূপ চৌধুরী, লিটন দাশ, জয় চক্রবর্তী, হারাধন দাশ, সুমন দাশ, রণি দে, সাজু দাশ এবং সমীর চক্রবর্তী সাগর।

পুলিশের পক্ষ থেকে কর্মকর্তা বেলায়েত হোসেন ও এটিএম শিফাতুল মাজদার দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।