মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চাঁদার জন্য রাউজানের বাজারে ফাঁকা গুলি, আতঙ্কে ব্যবসায়ী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪৯ অপরাহ্ন

গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানের একটি বাজারে মোটরসাইকেলে করে এসে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এক ব্যবসায়ী।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাজারের দক্ষিণ পাশে ব্যবসায়ী রাজিব চৌধুরীর দোকানের সামনে থামে। এরপর তারা পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী ও ঠিকাদার রাজিব চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।

রাজিব চৌধুরী বলেন, “আমার ধারণা, চাঁদার টাকা না পেয়ে ভয় দেখানোর জন্যই তারা আমার দোকানের সামনে এসে গুলি ছুড়েছে। গুলির শব্দে আমি ভয়ে মাটিতে শুয়ে পড়ি।”

এ বিষয়ে বক্তব্য জানতে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।