সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পানি কমায় ১১ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ গেট বন্ধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৪৩ অপরাহ্ন


টানা ১১ দিন খোলা রাখার পর রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটই বন্ধ করে দেওয়া হয়েছে।

হ্রদের পানি বিপৎসীমার নিচে নেমে আসায় শুক্রবার সকাল ৮টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ২২ ফুট এমএসএল (মিনস সি লেভেল), যা বিপৎসীমার নিচে।

মো. মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি বাড়ায় গত ৮ সেপ্টেম্বর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরে পানির উচ্চতা আরও বাড়লে পর্যায়ক্রমে জলকপাটগুলো সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়।