
চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মোহাম্মদ ইদ্রিস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইদ্রিস উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সি পাড়ার আজিজ মিছিরের ছেলে।
নিহতের ভাগিনা লোকমান জানান, তার মামা মোহাম্মদ ইদ্রিস একটি বিয়ের দাওয়াত খেয়ে কমিউনিটি সেন্টার থেকে বের হয়েছিলেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
লোকমান বলেন, স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়েছিল, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
ওসি মাহবুব আলম বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”