
‘জুলাই সনদের’ আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এবার চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন দলটির চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফ উদ্দিন।
এর আগে নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে একটি সমাবেশ করে জামায়াত। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, “বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ বর্তমানে সংকটাপন্ন। আমরা জনগণের পক্ষ থেকে ৫ দফা যৌক্তিক দাবি পেশ করছি, যাতে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জাব্বারের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।
আলাউদ্দিন শিকদার বলেন, “বর্তমান প্রেক্ষাপটে জনগণের দাবি আদায়ে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বিকল্প নেই। জামায়াতের এই ৫ দফা দাবি দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ উল্লাহ এবং ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট নাছের, উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, মাওলানা নুরুল হোসাইন, আমির হোছাইন, ফারুকে আজম এবং সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী।