
বিএনপি বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার চট্টগ্রামের ওয়াসার মোড়ে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, “সংস্কার কমিশনে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি বারবার জাতির সঙ্গে তামাশা করছে। আর বিএনপি যা বলে, কমিশন তাই পালন করছে। এই কমিশন তাদের দলীয় কমিশনে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের দিন সংস্কারের জন্য গণভোটের যে দাবি বিএনপি তুলেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। বহু রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে বিএনপি ক্ষমতার খেলা খেলছে। সময় থাকতে জনগণের দাবি মেনে নিন।”
মানববন্ধনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, “বর্তমান সংস্কার কমিশন জনগণের সঙ্গে কানামাছি খেলা খেলছে। জনগণ রাজপথে আন্দোলনের মাধ্যমে গণদাবি আদায় করবে।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।