সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৫ | ৩:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইপিজেড এলাকার আল হামিদ টেক্সটাইল নামের একটি নয় তলা ভবনে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে তাদের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর একটি অগ্নি নির্বাপক দলও তাদের সঙ্গে যোগ দেয়।

কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আগুন লাগার সময় ভেতরে কতজন শ্রমিক ছিলেন এবং এই ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।