সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আ. রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা ও আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলে করে লোহাগাড়া বটতলী শহরের দিকে যাচ্ছিলেন। পুরান বিওসি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসআই রহুল আমিন বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।