সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় নোয়ার সঙ্গে বাইকের সংঘর্ষ, ৩ দিন পর কিশোরের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৫ | ৩:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় নোয়া মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত মিজানুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তিন দিন পর শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত মিজানুর রহমান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার শাহ আলমের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি।

এর আগে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি নোয়া গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান এবং তার সঙ্গে থাকা একই এলাকার এনামুল হকের ছেলে ইমরানুল হক বাবুল (১৬) ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং নোয়া গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মিজানুর রহমানের মৃত্যু হলো।