
নিজের এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার এক ব্যাংক কর্মকর্তা।
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মিথ্যা মামলা সাজিয়ে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যাংকার জাহেদ হোসেন।
শনিবার সকালে লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহেদ হোসেন বলেন, “গত ৫ ও ৬ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে আমার ছবিসহ আমাকে ও আমার পরিবারের ১১ সদস্যকে জড়িয়ে চাঁদাবাজি, মারধর, অপহরণ ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। এতে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম এবং ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।”
সংবাদে উল্লিখিত এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেওয়া বা তার স্বামীকে মারধর করার অভিযোগ অস্বীকার করে জাহেদ হোসেন বলেন, “তাদের ঘরে সিসি ক্যামেরা আছে, তদন্ত হলেই সত্য উদঘাটিত হবে। মূলত জমি দখলের উদ্দেশ্যেই প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি জানান, এ বিষয়ে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই। আমি ন্যায়বিচারে বিশ্বাসী, সত্যের জয় হবেই।” জাহেদ হোসেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আবুল হোসেন, আবুল কাসেম, আবুল বাশার, ছিদ্দিক আহমদ, আব্দুল মান্নান, মুবিনুল হক, মিনহাজুল হক, সাইফুল ইসলাম ও মো. আক্কাস উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।