সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারীতে বৈদ্যুতিক গোলযোগে আগুন, বসতঘর পুড়ে ছাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০২৫ | ৩:৩১ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি পরিবারের বসতঘর পুড়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইছহাক কোম্পানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই এলাকার মুহাম্মদ মনছুরের কাঁচা ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আগুন নেভানোর আগে ঘরটির চারটি কক্ষ এবং আসবাবপত্র, টিভি ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।