মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় নামাজে গেলেন দোকানদার, ফিরে দেখলেন ক্যাশ ভাঙা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৫ | ৯:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় এক মোবাইল ফোন দোকানি নামাজে যাওয়ার সুযোগে তার দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আধুনগর বাসস্টেশনের মা টেলিকম নামের দোকানে ক্যাশ বাক্স ভেঙে ২০ হাজার টাকার বেশি নিয়ে যায় চোরেরা।

দোকানের মালিক মোহাম্মদ ইয়াসিন জানান, তিনি যোহরের নামাজ আদায় করতে পাশের মসজিদে গিয়েছিলেন। “নামাজ শেষে ফিরে এসে দেখি দোকানের ক্যাশ ভেঙে ভিতরে রাখা নগদ ২০ হাজারের অধিক টাকা চুরি করে নিয়ে গেছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন বলেন, “দিনের বেলায় চুরি হওয়া মানে বিষয়টি খুবই অস্বাভাবিক। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। আশপাশের দোকান ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আধুনগর খাঁনহাট বাজার এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন জানান, দোকান খোলা রেখেই তিনি মসজিদে যান, আশপাশে লোকজনও ছিল। এর মধ্যেই চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সোমবারও পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটে।