সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সিএমপির ৪ থানায় নতুন ওসি, কর্ণফুলী থেকে সরলেন ‘বিতর্কিত’ শরীফ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে নানা অভিযোগে সমালোচিত কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সরিয়ে সিটিএসবিতে বদলি করা হয়েছে। মামলার আলামত গায়বের ঘটনায় আদালতে তলবের দিনেই তার বদলির এই আদেশ এলো।

বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশে স্বাক্ষর করেন। যে চারটি থানায় রদবদল হয়েছে সেগুলো হলো কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।

সিএমপি সূত্র জানায়, ওসি মুহাম্মদ শরীফকে কর্ণফুলী থানা থেকে বদলি করে সিটিএসবিতে (সিটি স্পেশাল ব্রাঞ্চ) পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহেদুল ইসলাম। রংপুর জেলার বাসিন্দা জাহেদুল ইসলাম এর আগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।

ওসি মুহাম্মদ শরীফের বদলির এই আদেশ এমন এক দিনে এলো, যেদিন এক দশক পুরনো এক মামলার আলামত গায়বের ঘটনায় তাকেসহ মোট ছয়জন তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছিল। চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮ এর বিচারক সিরাজাম মুনীরা এই ছয় কর্মকর্তাকে ২২ অক্টোবর (বুধবার) স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ওই মামলায় ষষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ছিলেন মুহাম্মদ শরীফ। তিনি পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে জব্দকৃত আলামত ও অন্যান্য কাগজপত্র বুঝে না নিয়েই অভিযোগপত্র দাখিল করেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়, যা যথাযথ প্রক্রিয়াকে ব্যাহত করেছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। গত ২৯ জুলাই কর্ণফুলীতে ১০ বছর বয়সী শিশু জিহাদের মৃত্যুকে কেন্দ্র করে ময়নাতদন্তের নামে টাকা আদায় এবং পরে শিশুর মা ছেনোয়ারা বেগমকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে ওসি শরীফের শাস্তির দাবি জানিয়েছিল।

এছাড়াও সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে যোগ দিয়ে সমালোচিত হন ওসি শরীফ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সক্রিয় থাকা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন তালুকদারের মেয়ের বিয়েতে ৭ ফেব্রুয়ারি তিনি যোগ দেন। আগস্টের গণঅভ্যুত্থানের পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। যদিও ওসি শরীফ তখন দাবি করেছিলেন, বিএনপি নেতা নুর উদ্দীনের অনুরোধে তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।

এদিকে সিএমপির বুধবারের আদেশে, বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।