বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৫ | ৩:৪৬ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়।

লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সাতকানিয়ায় সকলের উপস্থিত থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হবে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কর্মসূচি সফল করতে ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ আজগর বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ যুবদল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিগত ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা দৃঢ় ভূমিকা রেখেছেন।”

মোহাম্মদ আজগর আরও বলেন, “এই সংগঠনই বিএনপির অন্যতম প্রাণশক্তি এবং তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে হলে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভা শেষে উপজেলা নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।