বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

আ.লীগ আবার ষড়যন্ত্র করছে, যুবকদের রুখতে হবে: লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৫ | ১১:১৫ অপরাহ্ন


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও ‘ষড়যন্ত্র’ করে ক্ষমতায় ফিরতে চায় অভিযোগ করে যুব সমাজকে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে আয়োজিত এক যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ওপর যে নির্যাতন হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, অত্যাচার-নির্যাতনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যুবকরা জেগে উঠেছে, তাই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, “এখন আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে যাচ্ছে। ষড়যন্ত্র করে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসতে চায়। সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।”

দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ ‘ধ্বংস’ করে দিয়েছে দাবি করে তিনি বলেন, “আগামীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ। আওয়ামী লীগের এই লুটপাটের বিচার বাংলার মাটিতে দ্রুত দৃশ্যমান করতে হবে।”

ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ইসলামী ব্যাংকের যে সব ভাই চাকরিচ্যুত হয়েছেন, তাদের ধৈর্য ধরতে হবে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবাইকে দাঁড়িপাল্লা মার্কাকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।”

আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলাম সানুভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আবদুস সালাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামীম আক্তার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার।