সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ৪ চোরাই গরুসহ ২ জন গ্রেপ্তার, ব্যবহৃত পিকআপ জব্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০২৫ | ৩:১০ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চারটি চোরাই গরুসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ; এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

রোববার ভোরে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

গ্রেপ্তাররা হলেন- মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০)।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ২৬ অক্টোবর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে শাওন, মানিকসহ অজ্ঞাতনামা আরও তিনজন আসামী জনৈক আবদুল আজিজ ও তার ভাই হুমায়ন কবিরের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে একটি পিকআপে তুলে নেয়।

তিনি বলেন, এ সময় স্থানীয়রা বাদীর সঙ্গে মিলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহায়তায় নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়ামুখী তিন রাস্তার মোড়ে পিকআপটি থামিয়ে ৪টি গরুসহ শাওন ও মানিককে আটক করা হয়। এ সময় তাদের অপর তিন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। চোরাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন পিকআপটিও জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম আরও জানান, গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় তদন্ত শেষে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।