সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে বসতঘরে মা-মেয়ের লাশ, ফ্যানে ঝুলছিল মা

‘মায়ের হাতে সন্তান খুন হবে এটি হয় না’: স্বজনের আর্তনাদ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০২৫ | ৬:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরের শয়নকক্ষ থেকে এক মা ও তার ১৬ মাস বয়সী শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কামাল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. আনোয়ার হোসেনের স্ত্রী আফরোজা আফরিন (২৮) ও তাদের মেয়ে আতকিয়া আয়শা। পুলিশ জানিয়েছে, কক্ষের দরজা ভেঙে আফরিনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং শিশুটির লাশ নিচে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত আফরিনের স্বামী মো. আনোয়ার হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন। সকালের দিকে আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়ন কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ এসে দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করে।

আফরিনের শ্বশুর মো. কামাল উদ্দিন (যিনি উপজেলা জামায়াতের নেতা বলে জানা গেছে) জানান, “পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। হয়তো সে মানসিক ভারসাম্যহীনতার কারণেই এমন পথ বেছে নিতে পারেন। এছাড়া পরিবারে কারো সাথে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব নেই।”

তবে আফরিনের স্বজন আবুল বশর ভিন্ন কথা বলছেন। তিনি ‘মানসিক ভারসাম্যহীনতার’ দাবিটিকে ‘অবান্তর’ উল্লেখ করে বলেন, “স্বামীর সাথে অভিমানে এমন মর্মান্তিক ঘটনা হতে পারে না। মায়ের হাতে সন্তান খুন হবে এটি হয়না।” তিনি এ ঘটনার পেছনে প্ররোচনাকে সন্দেহ করছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বজনদের থানায় ডাকা হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”