
চট্টগ্রামের হাটহাজারীতে এক প্রবাসীর বিরুদ্ধে সরকারি ‘মরা ছড়া’ (খাল) দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রবাসী মো. মোস্তফা খালের জায়গা দখল করে পাইলিংয়ের কাজ শুরু করলে খালের গাইডওয়ালের কিছু অংশ ধসে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত অভিযোগ করে বলেন, “ছড়াটির উভয় পাড়ে ৩০ ফুট করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকলেও… কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে দাপটের সাথে ছড়ার জায়গা দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, ছড়ার পাশে পৌরসভার ডাস্টবিনের জন্য নির্ধারিত স্থানটিও দখল করে সেখানে ভবনের কংক্রিট ও বালি রাখা হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে পরিচিত মরা ছড়ার কিছু অংশ দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করায় গাইডওয়ালের কিছু অংশ ছড়ার ওপর ধসে পড়েছে। ধসে পড়া অংশ গাছ-বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। ছড়াটিতে নামার সিঁড়িও ভরাট করে ফেলা হয়েছে।
এদিকে নির্মাণাধীন ভবনটির মালিক মো. মোস্তফা দেশে না থাকায় বর্তমানে তার পক্ষে কাজটি দেখাশোনা করছেন মো. রাশেদুল আলম। তিনি দাবি করেন, “আমরা আমাদের জায়গাতেই ভবন নির্মাণ করছি।”
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, “ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। সরকারি সার্ভেয়ার দ্বারা জায়গা পরিমাপ করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।”