শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মাদকের স্রোত থামছে না: এবার হাটহাজারীতে ৬০০ লিটার মদ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৫ | ৬:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ৬০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট এলাকার মজলিশের দীঘির পাড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাদশা (৪০) ও আনোয়ার হোসেন (৩১)। মো. বাদশা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে এবং আনোয়ার হোসেন একই উপজেলার টিনটহরী ইউপির বড়ডলু (গুতাইছড়ি) এলাকার আব্দুল হকের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী মডেল থানার এসআই মোহাম্মদ আরিফ উদ্দিনের নেতৃত্বে একটি দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাদের হেফাজত থেকে ৬০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।