রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাহাবায়ে কেরামকে না মানলে বাতিল ও বিভ্রান্ত : মুহিব্বুল্লাহ বাবুনগরী

হাটহাজারী মাদ্রাসার মাহফিলে লক্ষাধিক মুসল্লি, ৩ হাজার আলেম পেলেন পাগড়ি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৫ | ১১:৪৬ অপরাহ্ন


হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ইসলামের আলোকে জীবন সাজাতে হলে সাহাবায়ে কেরামের নমুনা অনুসরণ করতে হবে। যারা সাহাবায়ে কেরামকে নমুনা হিসেবে মানবে না, তারা বাতিল ও বিভ্রান্ত। রাসুল (সা.) এর সুন্নাহ ও সাহাবাদের নমুনার বাইরে কিছু করার সুযোগ মুসলমানদের নেই।

শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এশিয়ার অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার এই মাহফিলে লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

হেফাজত আমীর আরও বলেন, আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো তিনি আমাদের আখেরী নবীর উম্মত হিসেবে কোরআন দিয়েছেন। কোরআনের রঙে নিজেদের সাজাতে না পারলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া তো দূরের কথা, বরং সৃষ্টির অধম এবং জাহান্নামের লাকড়িতে পরিণত হবো।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। তিনি তার বক্তব্যে বলেন, দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালমুখী হতে পারলে সহজেই আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকা যায়। রাসুল (সা.) দুনিয়ার মোহকেই সব গুনাহের মূল হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মাদ্রাসার দ্বীনি কার্যক্রম পরিচালনায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলনে গত শিক্ষাবর্ষে (১৪৪৫-৪৬ হিজরি) দাওরায়ে হাদিস (টাইটেল) উত্তীর্ণ তিন হাজার তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।

মাহফিলে আরও বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মুফতি জসীম উদ্দিনসহ দেশের বিশিষ্ট আলেমরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. নূরুল আবছার আযহারী ও মাওলানা আনওয়ার শাহ আযহারী।

মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ, ছাত্রাবাস ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ পুরো এলাকা আলেম-ওলামা ও মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়।