রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাঁশখালীতে লেয়াকতের বিশাল শোডাউন: ‘প্রার্থী না বদলালে নির্বাচনে লড়ব’

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৫ | ১০:৫৫ অপরাহ্ন


‘মামা-খালুর জোর’ না থাকায় দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান লেয়াকত আলী। ঘোষিত প্রার্থী পরিবর্তন না করা হলে জনগণের চাপে তিনি নির্বাচনে অংশ নেবেন বলেও ঘোষণা দিয়েছেন।

শনিবার বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে বিশাল জনসমাগম ঘটে।

লেয়াকত আলী অভিযোগ করেন, মামা-খালুর রাজনীতি না থাকায় তাকে মনোনয়ন দেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, আন্দোলন ও গণসমর্থনে এগিয়ে থাকলেও যারা আন্দোলনে ছিলেন না, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন না করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ সময় সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী হাত তুলে তাকে সমর্থন জানান।

মনোনয়নবঞ্চিত এই বিএনপি নেতা বলেন, তিনি মজলুম। দল তাকে ভুলে গেলেও জনগণ ভোলেনি। শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছর তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন। ২০২৩ সালে মতপ্রকাশের কারণে তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

দলের অভ্যন্তরীণ রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন, তারাই এখন বিএনপির মনোনয়ন পাচ্ছেন। তিনি ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছেন এবং কৃষকের সন্তান হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন।

লেয়াকত আলী আরও বলেন, চট্টগ্রামের শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তিনি জাতীয় সংসদে কথা বলতে চান। দল মনোনয়ন দিলে তিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে শেষ পর্যন্ত তার আস্থা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতা ছরওয়ার আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আতিকুর রহমান ফারুকী, যুবদল নেতা মোস্তাক আহমদ, চৌধুরী আবদুল ওয়াহাব, দুলাল চৌধুরী, হাজী ছাবের আহমদ, আইনজীবী মুফিজুর রহমান, নুরুল আবছার, ইউপি সদস্য আলী নবী, মোহাম্মদ ইদ্রীস, ছাত্রনেতা ওয়াহিদ ও খোকন।