
চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ১৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কুসুমপুরা ও কেলিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. রফিক (৫৪), মো. সিরাজুল ইসলাম (৫০), মো. আলী আকবর (৫০) ও মো. আরিফ উদ্দিন (২০)। তাদের মধ্যে আরিফ বোয়ালখালীর করলডেঙ্গা এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে জনৈক মো. নজরুলের পুকুর পাড়ের একটি ফাঁকা জায়গা থেকে ৩০ লিটার চোলাই মদসহ রফিক, সিরাজুল ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে উপজেলার কেলিশহর পূর্ব রতনপুর প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।