শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কড়াইলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ২৬ নভেম্বর ২০২৫ | ১:১৮ অপরাহ্ন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়লে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট একযোগে কাজ করে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বস্তির অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।