
চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের রদবদল করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার জন্য নতুন পুলিশ সুপারদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। লটারিতে চূড়ান্ত হওয়া তালিকার ভিত্তিতেই বুধবার এই বদলির আদেশ জারি করা হয়েছে।