
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ মিটার অবৈধ চরঘেরা জাল ও ১৮টি বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকা থেকে নাজিরহাট ব্রিজ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।
অভিযানে নদী থেকে দুটি বিশাল আকারের চরঘেরা জাল (দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার) এবং মাছ শিকারের জন্য পাতানো ১৮টি বড়শি উদ্ধার করা হয়। মৎস্য অফিসের কর্মচারী মো. লোকমান এবং নদীর পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম অভিযানে সহায়তা করেন।
উদ্ধার করা অবৈধ চরঘেরা জালগুলো শুকানোর পর হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশের সহযোগিতায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “হালদা নদীর সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”