
চট্টগ্রামের পটিয়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সেলফি ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন—পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “দায়িত্বে অবহেলার কারণে প্রাথমিকভাবে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।”
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শোয়াইব উল ইসলাম ফাহিমকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আবুল বশরের ছেলে।
গ্রেপ্তারের পর থানা হেফাজতে থাকাকালে ফাহিম তার ফেসবুক আইডি থেকে হ্যান্ডকাফ পরা ছবি এবং দায়িত্ব পালনরত পুলিশের ঘুমানোর ছবি পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। একুশে পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় শোয়াইব তার অন্তর্বাসে মোবাইল ফোন লুকিয়ে রেখেছিলেন, যা পুলিশের অগোচরে ছিল। পরে বিষয়টি টের পেয়ে মোবাইলটি জব্দ করা হয়।