
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এনামুল হক এনামের সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের।
ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনামুল হক এনাম বলেন, পটিয়ার মানুষ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে পরপর তিনবার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। যার কারণে এবার নির্বাচন ঘিরে একটি ‘ভোট উৎসব’ হবে। কারণ মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে।
তিনি আরও বলেন, পটিয়ার মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। নির্বাচিত হলে পটিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট ও ইনসানিয়াত বিপ্লবসহ বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।