সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আগামী নির্বাচন নিয়ে ভবিষ্যতবাণী করতে পারছেন না এরশাদ

| প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০১৭ | ৫:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম : আগামী নির্বাচন নিয়ে ভবিষ্যতবাণী করতে অক্ষম বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি এখনই বলতে পারছেন না, জোটে থাকবেন, একা নির্বাচন করবেন নাকি অন্য কারো সঙ্গে জোট করবেন।

বুধবার চট্টগ্রামে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের তিনি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অক্ষমতার কথা জানান।

জাতীয় পার্টির সঙ্গে জোটের বিষয়ে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ফখরুল ইসলাম কী বলেছেন সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই আমাদের চাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাব, কীভাবে নির্বাচন করবো, সেটা ডিপেন্ড করবে আমাদের উপর। আমাদের কর্মীদের উপর, নেতাদের উপর। আমরা সিদ্ধান্ত নেব কীভাবে নির্বাচন করবো।