
চট্টগ্রামের ফটিকছড়িতে আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিসের সাংবাদিক ও কর্মকর্তারা। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে তারা দরবার শরীফে যান।
জিয়ারত শেষে দেশ রূপান্তরের চট্টগ্রাম টিমের সদস্যরা বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি এবং মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)—যিনি ভক্তদের কাছে ‘মওলা হুজুর’ নামে পরিচিত—তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, নির্বাহী (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াসিন আরাফাত এবং ফটোসাংবাদিক আকমাল হোসেন।
এর আগে দেশ রূপান্তর চট্টগ্রাম অফিসের সদস্যরা মাইজভান্ডারী দর্শনের প্রবর্তক গাউসুল আজম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.), বিল বেরাসত শাহসুফি হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) প্রকাশ বাবা ভান্ডারী, শাহসুফি হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী (ক.) এবং বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর রওজা শরীফ জিয়ারত করেন।