সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সৌদি বিমান হামলায় ৬৮ ইয়েমেনি নাগরিক নিহত

| প্রকাশিতঃ ২৮ ডিসেম্বর ২০১৭ | ৭:০৯ অপরাহ্ন

সানা : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের দু’টি পৃথক বিমান হামলায় ৬৮ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের ইয়েমেনের মানবিক সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ডরিক বৃহস্পতিবার এএফপিকে একথা জানিয়েছেন।

এক বিবৃতিতে জ্যামি ম্যাকগোল্ডরিক জানিয়েছেন, দেশটির তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ মার্কেটে মঙ্গলবার এক বিমান হামলায় আট শিশুসহ ৫৪জন বেসামরিক নাগরিক নিহত ও ৩২জন আহত হয়।

বিবৃতিতে বলা হয়, হোদেইদা প্রদেশের লোহিত সাগরে দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয়। এতে একই পরিবারের ১৪জন নিহত হয়।