মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া রোগীদের ফ্রি চিকিৎসা, কর্মসংস্থানে দেওয়া হলো সিএনজি-ল্যাপটপ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৬ | ১০:০১ অপরাহ্ন


গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর ঐতিহাসিক ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরীফ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং কর্মসংস্থান তৈরিতে সুদমুক্ত ঋণ বা ‘কর্জে হাসানা’ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

সকালে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) সহযোগিতায় ‘থ্যালাসেমিয়া রোগীর কাউন্সিলিং ও ফ্রি চিকিৎসা সেবা’ অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বলেন, “থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে সচেতনতা খুবই জরুরি। বাহকে-বাহকে বিয়ে বন্ধ করতে পারলে এবং বিয়ের আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে ফটিকছড়ি থেকে থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির নির্বাহী পরিচালক ডা. এ.কে.এম একরামুল হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. মো. কবিরুল ইসলাম, ডিজিএম মো. মুজিবুর রহমান এবং পেশেন্ট ম্যানেজমেন্ট অফিসার মো. আরিফিন রহমান হিমেল।

একই দিন দুপুরে দ্বিশত জন্মবার্ষিকী স্মারক প্রকল্প-৪ (এসডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে ‘দক্ষতা উন্নয়নে কর্জে হাসানা’ কর্মসূচি পালন করা হয়। মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্টের আয়োজনে এই অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নির্বাচিতদের মাঝে সিএনজি অটোরিকশা, ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই সুদমুক্ত ঋণ ও উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘জাতীয় তাসাউফ গবেষণা কনফারেন্স ২০২৬’। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর আয়োজনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিরি কনফারেন্স হলে এই সম্মেলন চলবে। এবারের কনফারেন্সের বিষয় নির্ধারণ করা হয়েছে “সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ভাবনায় পূর্ণমানবতা”।