ঢাকা: বিএনপি খুন গুমের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, নিজেদের দলের লোককে খুন করে অন্যের ওপর দোষ চাপায় না বিএনপি।
এসময় সরকারের তীব্র সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী এখনো নিখোঁজ। তাকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। কিছুদিন পর পরই মানুষ গুম খুনের শিকার হচ্ছে। সরকার তা বসে বসে দেখছে। সুষ্ঠু নির্বাচন হলেই সরকার বুঝতে পারবে, জনগণ তাদের কতটুকু চায়’।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদীর আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।